Saturday, October 30, 2021

প্রেমিক ২



 প্রেমিক ২

... ঋষি 

ঠিক গল্পটা এই শহরের না 

আমি ততোধিক প্রেমের পাতায় পুরুষ হয়ে রইলাম 

কিন্তু বোধহয় তোমার হৃদয়ে পাথর ,

প্রতিটা বেঁচে থাকা যখন বাইপাসের ধারে সেই চায়ের দোকানে তোমাকে খোঁজে 

তখন কবি অনবদ্য প্রেমে লিখে ফেলে 

কবি সামাজিক না। 

.

প্রেমিক হতে গেলে জানতেও হবে তোমাকে স্পর্শের ছোঁয়া 

কিন্তু কবি স্পর্শ সে যে ঈশ্বরের দত্তক ,

এই অসময়ের শহরে আমরা সকলেই নিজেদের কাছে ঈশ্বর 

শুধু কবিই একমাত্র যে  ঈশ্বর ও প্রেমিক

যার যন্ত্রনায় 

প্রেম শুধু মাত্র একটা কবিতার শব্দ। 

.

বুক খুলছি ,খুলছি মেমসাহেব বইটার  সাহসের পাতাগুলো 

নিমাই ভট্টাচার্য মারা গেলেন 

অথচ শব্দের শহরে ছেড়ে গেলেন তোমার মতো প্রেমিকা  ,

সাধু শব্দের চাতুরীতে তুমি 

অনবদ্য  

" যারা কাছে আছে তার কাছে থাক, তারা তো পারে না জানিতে 

তাহাদের চেয়ে তুমি কাছে আছ ,আমার হৃদয়খানিতে।”

অদ্ভুত বার্তা 

শব্দরা ঈশ্বর হয়ে গেলে ভাবনারা সৃষ্টি 

আর সৃষ্টিতে ঈশ্বর বিলীন 

কবিতারা জানে সে কথা। 

 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...