ইটের দেওয়াল
... ঋষি
দরজার বাইরে দাঁড়িয়ে আছি
প্রতিটা দেওয়াল বলে দিচ্ছে নিজের প্রাচীনত্বে
জীবন শব্দবহুল একটা পরিচয়,
মানুষগুলো সব মরুভূমির মাটি খুঁড়ে উট পাখি
খুঁড়ছে
শুধু খুঁড়ছে
সময়ের প্রাচীনত্বে দেওয়ালগুলো একলা দাঁড়িয়ে।
.
আমি অসম্ভবকে সম্ভব করার কল্পনায়
বুকের আগুন খুঁড়ে খুঁচিয়ে দিচ্ছে নিজের কয়লার আঁচ
গরম রাখছি নিজেকে
বোঝাতে চাইছি বেঁচে থাকা একটা সম্ভবনা নয়
বেঁচে থাকাটা সত্যি
আর মানুষগুলোর বুকে সব নতুন ঝাঁ চকচকে দেওয়াল।
.
তুমি বুঝতে পারছো প্রাচীনত্ব
এই বুকের দাগে সার দিয়ে ইট গাঁথা কিছু অবলম্বন
বুক ভাংছে
ভাংছে সারি দেওয়া কিছু অধিকার।
কনফুসিয়াসের কিতাব খুলে উইকিপিডিয়ায় ধরা পরে শুধু দর্শন
কিন্তু সেই দর্শনের কোনো বাড়ি নেই ঘর নেই
আছে শূন্যতা ,
আসলে সত্যি হলো আবরণের ভিতর আমরা সকলেই দরজার বাইরে
আর ভিতরে খুব কম আছে
যারা আকাশ খুঁজতে মৃত্যু খোঁজে না
বরং খুঁজে ফেলে ইটের দেওয়াল।
No comments:
Post a Comment