কবিতার মাটি
,,,,, ঋষি
সম্পর্কের থেকে দামি একটা কবিতা লিখতে চাই
সমস্ত মূল্যবোধ ,প্রায়শ্চিত্ত ,বাস্তবজ্ঞানের অধিক একটা কবিতা লিখতে চাই ,
আসলে এতদিনে বুঝেছি
যারা কবিকে ভালোবাসে ,তারা কবিতাকে ভালোবাসে না
ভালোবাসে না কবিতার শব্দে লুকোনো যন্ত্রনাদের
তারা শুধু মুখোশ বিক্রি করে।
.
কবিতা লিখতে লিখতে আমি কোনো এলিট সময়ের দরজায় দাঁড়িয়ে
পৌঁছে গেছি এই শহর থেকে অনেকউঁচুতলার কোনো মজলিশে
সেখান থেকে শহরটাকে ছোট মনে হয়
শহরের ঘর ,বাড়ি ,রাস্তাগুলো সব খেলনার মতো দেশলাই বাক্স ,
আকাশটা তখন কত কাছে
অথচ কেন যে কবিতাগুলো মানুষের নয় তখন
কেন যে কবিতাগুলো মুখোশ পরে দাঁড়িয়ে ।
.
উদাসীন ব্যাগ, অগোছালো চুল, একলা ফুটপাথ ,নোংরা বস্তি
ধেনো মদ ,সস্তার চোলাই ,ঠোঁটে বিড়ি
এই তো চাই
এই তো সেই কবিতার মাটি ,
ক্যাপুচিনো কফি না মাটির ভাঁড়ের চা
ইটালিয়ান মার্বেলের ফ্লোর না ,পায়ে হাওয়ায় চটি
হাই প্রোফাইল লেডি না সাঁওতালি সেই মেয়েটার নাম কবিতা ,
সিম্ফনি- প্রিলিউড, মোৎসার্ট বিটোফেন ছেড়ে মহুলবনীর নেশা
মহুয়ার গান হলো কবিতা।
কবিতা হলো আকাশের নাম
প্যারিসের আইফেল টাওয়ারের তলায় যে কবিতারা সেলফিতে মত্ত
তারা আসলে সাজানো সম্পর্কের মতো দেখতে
তারা আসলে মুখোশের মতো দেখতে
কিন্তু তারা কবিতা না
কিছুতেই তারা কবিতা হতে পারে না ।
No comments:
Post a Comment