রিসাইকেল
... ঋষি
.
জলে ডোবা মৃতদেহ খুঁজি
খুঁজি নশ্বর ভাবনায় মায়ের প্রিয় মুখ ,
খড় ,বাঁশ আর মাটির দখলে সব
জলের শহর ,
তবুও রিসাইকেল ব্যস্ত সেই সাইকেলের চাকা
স্পোকে লাগানো মানুষের সময়।
.
কেন ?
কি কারণ ?
সমস্ত মন্দিরে পরে থাকে বাসি ফুল
পুঁথি ,শাস্ত্র ,মত ,পূজারীর সময়
সব হারিয়ে যায় কিভাবে ?
কিভাবে মানুষের ঘরে সময় বাস করে।
.
শেষ বেলায় মায়ের সাথে ডুবে গেছিল তার পুত্র ,কন্যা
আমরা ভুলে যাই
ঘুরিফিরি রিসাইকেল শহরের দরজায়
খুঁজি নতুন ,
হয়তো উৎসব ফুরোয় বলে আনন্দ ফুরোতে চায় না
হয়তো মানুষ কাঁদে বলে হাসি ফুরোতে চায় না।
তবু জলে তোলার অন্ধকার
ভাসতে থাকা পুজোর ফুল ,তেল রং ,বিল্বপত্র ,পুজোরমন্ত্র
সব কেমন মৃত দেহ আজ
দিন ফুরোয়
উৎসব ফুরোয়
কাল যেখানে প্যান্ডেল
আজ সেখানে খেলার মাঠ ,কিংবা রাস্তা ,
সত্যি হলো বিসর্জনের পর মায়ের মুখের মাটি গলতে থাকে
গলতে থাকে ব্যস্ত শহরে মৃত উৎসবের মৃতদেহ।
No comments:
Post a Comment