সেন্টেন্স টু ডেথ
... ঋষি
.
নিঃশব্দরা আকাশের থেকে বড় হয়ে গেলে
বুঝতে পারি
এই বিশাল শহরের ঘরগুলো দেশলাই বাক্সের মতো
আর মানুষের মনগুলো
ঘুমন্ত বারুদের আগুন।
.
সময় অনুমতি দিক বা না দিক,মানুষের কথা বোলো না
আগুন নিয়ে বলো ,বারুদ নিয়ে বলো ,পিস্তল দেখিয়ে বলো
সব বলতে পারো এই শহরে
হিংসা ,লোভ ,শরীর ,লাভ - লোকসান ,দাঁড়িপাল্লা
কিন্তু সত্যি বোলো না
তবে সময়ের অনবদ্য শব্দরা প্রতিবন্ধী দেশের নাগরিকত্ব কেড়ে নেবে
সময় বলবে তোমাকে সেন্টেন্স টু ডেথ।
.
উদাস ভাবনা
মানববিক বিকার ,উলঙ্গ সমাজ ,উলঙ্গ স্বত্বায় নিরুপম প্রেমালাপ
প্রেমিক তুমি ঈশ্বরের খোঁজে শহরের পথে মেগাস্থিনিস
সময় তুমি উর্বরতার লোভে চেঙ্গিসখান
আমি নীতিনির্ভর কবি
সময়ের বাইরে মানুষের নিঃশব্দতা লিখে রাখি।
আর নিঃশব্দরা আকাশের থেকে বড় হয়ে গেলে
আমি বুঝতে পারি
শক্তি বাবু লিখছেন "মানুষ বড় কাঁদছে "
আমি বুঝতে পারি
সময়ের ঘর ,নীতিনির্ভর
কিন্তু সকলে তো সংসারী হয় না আমার মতো
কেউ কেউ
সপাটে বেঁচে থাকার থাপ্পড়ের মতো সময়ের গালে পরে।
No comments:
Post a Comment