Friday, October 15, 2021

শুভ বিজয়া

 



কি শুনতে চাইছে সময় ?

শুভ বিজয়া ,

নিজের গভীরে এক তাল মাটি কাঠামো চাইছে ,

বেঁচে থাকা শব্দটা সময়ে কাছে অধিকার 

মানুষের কাছে সম্পর্ক 

আর আত্মার কাছে প্রিয় মুখ। 

.

সময়ের ঘর 

মায়ের মুখটুকু কাল রাতে জলে মিশে যাচ্ছিল যখন 

চাইতে পারি নি নিজের স্বার্থ 

শুধু চেয়েছি 

ভালো থেকো ,ভালো রেখো 

যদি সময়ের গভীরতায় মাটি থাকে কাঠামোতে লাগবে ঠিক। 

.

সমস্ত সৌজন্যবাসী 

সমস্ত সম্পর্ক ,সমস্ত অধিকার 

সকলকে জানাই শুভ বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন,

আর চলন্তিকা  তোমাকে তো বলতে লাগে না কিছু 

তুমি তো আছো 

কাছে ,পাশে। 

.

শুধু বেঁচে থাকা শব্দটা সাংবিধানিক যখন 

তখন শুধু সহ্য করতে হয় 

হাসতে হাসতে সময়ের মুখে তুলে দিতে হয় মিষ্টি 

তারপর বলা বাঞ্চনীয় " শুভ বিজয়া "

ভালো থেকো সকলে 

ভালো থেকো তুমি। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...