বরফ পড়ছে
... ঋষি
.
স্যাক্সোফোনের বাতাসের মতো মুক্ত একটা দিন
মুক্ত হতে ইচ্ছে করছে একলা শহরের এই প্রতিদিনকার ঝগড়ার সাথে
এই শহরে অক্সিজেন থাকে না
মানুষগুলো স্বার্থপর হতে হতে অহংকারী হয়ে উঠছে।
.
আমি তাকিয়ে থাকি প্রতি সকালে তোমার দিকে
তুমি কাজলচোখে প্রতিমুহূর্তের জন্মদাত্রী এক সবুজ সভ্যতার
সময়ের চুইংগামে অবিরত চোয়াল চালাচ্ছে মানুষ
বলে ফেলছে লুকোনো গোপনীয়তায় কাছের মানুষ।
.
তুমি শিউরে ওঠো নারী সমাজ এই সময়
ভালোবাসা মানে শেষ অবধি তোমার সঙ্গমে লেগে থাকা লালা
আমি আগামীর কথা ভাবছি
একলা এই শহর আর মানুষগুলো বড্ড বেশি প্রেক্টিকাল।
.
সুইচ অন করছি ,অন্যমনস্ক একটা আলো আমার শিরায়
আর আমি হাত রাখছি তোমার হাতে
আমার পুরোনো চামড়ায় ভাঁজ ,চোখের চশমায় জলবিন্দু
সময় ফুরিয়ে যাচ্ছে বোধহয় এই শহর বদলাবার মোড়কে।
.
তোমার নাভির মতো রাতজাগা লাল উনুন দেখেছো
নারকেল পাতায় ছায়া পড়ছে অতীতের
শীত আসছে ,এইবার বোধহয় আল্পসের মুখে বরফ জমেছে
আমি দেখছি বার্ধক্যের অপেক্ষায় কিংবা হার্ট-এট্যাকের।
.
মৃত্যু, সে একটা গল্প বোধহয় তোমার আমার
আজীবন রোদ দেখা মানুষগুলো কখন যেন বরফ এই শহরে
আমার আস্তিনে লোকানো ম্যাক্সিম গোর্কির শব্দরা
IN MUSIC ONE CAN HEART EVERYTHING
No comments:
Post a Comment