Tuesday, October 12, 2021

ছবি



ছবি 

,,,, ঋষি 


চারিপাশে উৎসব চলছে 

আর চলছে ক্লিক ,মোবাইল ফোনে ,ক্যামেরায় 

অথচ এই কলকাতা আজও তৃতীয় বিশ্বের কিছু বিখ্যাত ছবির ঠিকানা ,

শাড়িটা ঠিক করলে তুমি ,পরিমিত হাসি 

তবুও মনের মতো না 

ফটোশপে এডিট করে পোস্ট করে স্যোশাল বিছানায় 

তোমার ঘুমে স্বপ্নে তখন টুপটাপ টুপটাপ লাইক ,কমেন্ট ইমো 

তুমি হেসে উঠলে ঘুমের মাঝে। 

.

তুমি গাছ লাগাচ্ছো ছবি তুলছো 

তুমি পশুপ্রেমিক ,তুমি দেশ প্রেমিক ,তুমি প্রেমিক 

সব জমানো আছে তোমার মুঠো ফোনে ,

তোমার বুকে শুকনো হাসি 

আর তোমার মুখে সাজানো। 

.

 সাজানো ফটোফ্রেমে আজকাল আর মানুষগুলো সত্যির মতো দেখতে 

তুমি ফিতে কাটো ,ছবি তোলো 

তুমি মানুষের পাশে দাঁড়াও ,ছবি তোলো 

এইভাবে একদিন সারা পৃথিবীটা ছবি হয়ে যাবে। 

আসলে মানুষগুলো ছবি তুলে প্রমান রাখতে চাই সম্পর্কের 

সে ভালোবাসার হোক কিংবা প্রকৃতির,

তার থেকে বড় কথা ভালো করে করে ভেবে দেখবেন 

পৃথিবীর শ্রেষ্ট ছবিগুলো সবসময়ের দুঃখের 

কাৰণ মানুষ মানুষের পাশে দাঁড়ানোর থেকে 

ছবি তুলতে পছন্দ করে। 

   

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...