Wednesday, October 6, 2021

শুভ মহালয়া

 


শুভ মহালয়া 

... ঋষি 


মা আমাকে তোমার মতো একটা হাত দিও

সমস্ত অন্ধকারকে হত্যা করে আমি যাতে অমর হতে পারি

মা আজকে তুমি আমাকে এমন এক চক্ষু দিও

যে চোখে আমার তিনকাল শান্ত হয়ে পড়ুক ,

সমস্ত সময়ের অসুরবধের পরেও

আমি যাতে সময়ের আদরের গল্প হতে পারি।

.

সমস্ত পিতৃপুরুষের মুখে তর্পন করে

আজ দিনটা যাতে একটা নতুন দিনের আলো নিয়ে আসুক

 বাজলো তোমার আলোর বেণু...

” আজ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা"

সমস্ত আগুনের পথের পর

ধংস হোক অন্ধকার ,মানুষ আবার উঠে দাঁড়াক।

.

মা আমাদের আরো ধৈর্য দিও

অস্ত্রের বদলে দিও আরো সহ্য ক্ষমতা

সময়ের সাক্ষী মানুষের চোখে আতংক ,বেঁচে থাকা আগামী

সন্তানের মুখে হাসি

মা আমাদের এক আলোর জীবন দিও।

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি

বেজে উঠলো সকাল সকাল রেডিওতে 

আমি শুনলাম আপনাদের মতো 

মনে মনে বললাম 

শুভ মহালয়া 

শুভ হোক সকলের। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...