Sunday, August 14, 2016

তার সাথে এক

তার সাথে এক
............... ঋষি
==========================================
ভালোবাসা
সে এক বাসাবাড়ি নিজের ভিতর।
বাবুয়ের মতো জমানো ইচ্ছাদের মতো ঝুড়ি গাছ
ক্রমশ প্রাচীন কোনো অন্ধকার থেকে উঠে আসা ইতিহাস।
কি বেশ নাম মমতাজ ,জুলিয়েট ,আরো আছে
তাদের স্মরণ করি আর ক্ষণিকে মিশে যায়।

এক
তার সাথে এবং পরে এক ছিল।
তাই না ভালোবাসা
ক্রমশ নিশুতি রাতে জেগে  ওঠে একসাথে থাকা।
মনের ইচ্ছা
ঝগড়া মাটি ,মেটো একটা আলাদা গন্ধ ,বৃষ্টি ভিজে যায়।
একা একা
নিজের সাথে বাস করে সহজিয়া কোনো কবিতার পাতা।
চলন্তিকা তুমি অসাধারণ কোনো সদ্য জাগা ভোর
মনের কাছে
ঝগড়া হয় ,কথাকাটাকাটি তবু একই রকম ,
এক
তার সাথে এবং পরে এক ছিল।

ভালোবাসা
সে যেন কোনো প্রত্যন্ত গাঁয়ে একা থাকা।
কেঁচোর মতো মাটিতে মিশে গিয়ে কখনো সিংহ ভর করে
জংলী খিদে জমে গিয়ে প্রার্থনা করে।
জাগো ,তুমি জাগো
একই শরীরে বাস করা তুমি ,আমি অপরূপা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...