Thursday, August 25, 2016

মানুষের দিকদর্শন

মানুষের দিকদর্শন
.............. ঋষি
=================================================
সর্বত্র একটা আলোর মতো কিছু স্পর্শ করে
কিছুটা সময় দাঁড়িয়ে একলা।
রাস্তার মোড়ের পাশে সেই মিষ্টির দোকান ,মিষ্টির হাঁড়ি ,হারু মইরা
মনে পরে সেই কালো ,মোটা লোকটাকে।
সে মারা গেছে
কিন্তু চলন্তিকা তুই তো আছিস ,এই তো আমার কাছে।

মিষ্টির হাঁড়ি আছে
শহর জুড়ে রসগোল্লার ভিড় গড়িয়ে ,চুঁয়ে নামে।
আমিও আকাশের দিকে তাকিয়ে থাকি ,,সেই ভূতের হাঁড়ির মতো
আয়রে আয়রে আয়,মন্ডা মিঠাই হাঁড়ি হাঁড়ি।
শুধু গুপিগাইন ছেলে বেলায় রয়ে গেলো
কখন যেন যৌবন পেড়োনো আমি সীমান্তে দাঁড়িয়ে শহরের ভিড়।
বেড়ে যাচ্ছে
ক্রমশ আরো রসগোল্লার মতো প্রিয় আদর।
হারিয়ে যাচ্ছে
সব জানিস তো তুই চলন্তিকা।

সর্বত্র একটা মশারির জাল হতেও পারে মাকড়সার
কারণ ,যুক্তি সাজিয়ে লাস্ট সাইনটিফিক এটমোসফিয়ারে ক্রিটিকাল
আমি আর তুই চলন্তিকা।
সম্পর্ক শুধু জড়িয়ে যাওয়ার নাম চ্যাট চ্যাটে
সেখানে আমি তুই চলন্তিকা অস্থির কবিতার মতো ক্রমশ ভাসমান
কোনো শান্তির  দিকদর্শন মানুষের অন্তরে।
 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...