Saturday, August 6, 2016

সময় পুড়ছে

সময় পুড়ছে
................... ঋষি
===============================================

সমস্ত অবয়ব জুড়ে প্রদীপের শিখা
আলো  ফুরোচ্ছে আর ক্রমশ অন্ধকারে পোড়া গন্ধ।
মানুষের বুক পুড়ছে
............................... প্রতিবাদ দরজায় দাঁড়িয়ে।
মুখ নিচু করে আঙ্গুল চুষছে
আর প্রদীপের বুক পুড়ছে।

আলো যখন ঝগড়া করে অনবরত অন্ধকারের সাথে
তখন দু চার খান খিস্তি আলোর প্রাপ্য।
কিন্তু অন্ধকার আজ সবজান্তা কোনো লোভী সাহেবের মৃত চামড়া
শালা তবু জিতছে। .....সময় পুড়ছে ।
প্রতিবাদ নাকি দরজায় দাঁড়িয়ে সেই থেকে ফেউ ধরছে
হিসেবে চাইছে। ,,,,,,মানুষ কূপমণ্ডুক।
.....মানুষ হিসেবী আবার স্বার্থপর
আবার নির্ভর কোনো অযাচিত মূর্তির সামনে দাঁড়িয়ে পরনির্ভর।
ওদের ডেকে দেবার কেউ নেই
তাই। .......প্রতিবাদ মাথা ঠুকছে।

সমস্ত অবয়ব জুড়ে প্রদীপের শিখা
তেল শেষ ,,দপ করে নেভার আগে নিঃশ্বাস নিচ্ছে।
মানুষ কাঁদছে
................................. প্রতিবাদ যে বদহজম।
পেটে ব্যাথা ,,আর দাঁড়ানো যাচ্ছে না
শেষ চেষ্টা একবার করবেন নাকি। 

No comments:

Post a Comment

অন্ধকার শহরের কবিতা

ঘুম আসে না  অন্ধকারে তোমার মুখটা ঘরের ডিমলাইটের মতো জ্বলে  পাশে পরে থাকে জীবনের ঘোলাটে হয়ে যাওয়া চশমা,  সূর্যাস্তের পরে প্রতিদিন ওষুধের ঘর ,...