Saturday, August 13, 2016

পুরোনো কথা

পুরোনো কথা
........... ঋষি
================================================
কথা ছিল
তোমার মনের সুতোটা  হাতের মুঠোতে ধরে দিগন্তে হেঁটে যাওয়া।
কথা ছিল
উদাস বাউলের গলায় গেয়ে ওঠা মুক্তির গান।
কথা ছিল
সমান্তরাল সত্যগুলো একসাথে সামনে দাঁড়ানোর।

তারপর
তোমার দেওয়া সেই শেওলা রঙের শাড়ি ,শেওলা বিকেল।
সাইকেলের প্যাটেল লেগে থাকতো অনবরত ক্রিং ক্রিং
সময় ফুরিয়ে যেত।
অন্ধকার সময়েও সেই ক্রিং ক্রিং ক্রমাগত
আজও আছে।
বিস্তীর্ণ হৃদয়ের দেওয়াল জুড়ে অয়েল পেয়িংগেটিং
টুকরো টুকরো মুহূর্ত আলাপন।
আর আলোড়ন আজ বেঁচে
পুরোনো কথার।

কথা ছিল
তোমার মনের দেওয়ালে রামধনু রঙের কোনো স্বপ্নের।
কথা ছিল
খালি পায়ে শিশিরের উপর দিয়ে হেঁটে নতুন সকাল দেখার।
কথা ছিল
শুধু কথায় আজ হাঁটা পথ আলাদা কিন্তু বেঁচে থাকা ?  

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...