Wednesday, August 3, 2016

খিদের পৃথিবী

খিদের পৃথিবী
.............. ঋষি
==================================================
যে গল্পটা শুরু হতে হতে শেষ হয়ে গেলো
তাকে সামাজিকতা বলে।
আর যেটা শুরু হলো সেটা সমাজের বাইরে একটা আকাশ
এই সময় আমার ঈশ্বরকে মনে পড়লো।
আকাশ পথে চলতে চলতে আনমনে পুস্প বৃষ্টি
ঈশ্বর হেরে গেলো ,স্বর্গতে অন্ধকার।

সমাজের মোজা পরে জুতো ছাড়া হাঁটা
পথে লেগে থাকে জুতো ফার্স্ট ক্লাস ব্ল্যাক ড্যাসিং কালি।
আরো আছে
মামলা করে পথ বলে ধর্মাবতার
ঈশ্বরও কি জুতো পরে হাঁটে ?
আমি অবাক চোখে বলি পৃথিবী আমি খালি পায়ে
জুতো ছাড়া ,কাঁটার পৃথিবীতে হাঁটি।
এই ভাবে সময় গেলো একটা গল্প শেষ হতে হতে
সমাজ হয়ে গেলো
আর আমি সামাজিক কোনো  ঈশ্বরের মতো।

যে গল্পটা শুরু হতে হতে শেষ হয়ে গেলো
তাকে আদতে বেঁচে থাকা বলে।
আর যেটা শুরু হলো সেটা সামাজিক কোনো নিয়ম
অভ্যেসের দাঁত মেজে ঈশ্বর মন্দিরে।
অপেক্ষা জীবনে খিদে
ঈশ্বর যদি মানুষ হয়ে যায় ,তবে খিদে পৃথিবী।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...