Wednesday, August 17, 2016

সারারাত

সারারাত
............ ঋষি
====================================================
সারা রাত ধরে নিজের কাছ থেকে পালাচ্ছি আমি
বাইরে সুনসান শহরের কবিতায়
কলম নামছে বৃষ্টি হয়ে।
কোথাই যাচ্ছি ,আর কতটা হাঁটা ,আর কতদিন এই ভাবে
সামনে মোহনা দেখা যাচ্ছে।
কিন্তু আমি উৎসে ফিরে যেতে  চাই,
চিরকালীন প্রবণতায়।

শহরে বৃষ্টি চট করে মুছে যে যেতে চাই না
আমি জানি কাল সকালে দেখা  যাবে প্রতি রাস্তার মোড়ে জমা জল।
সেই জলের কোনো মোহনা নেই
আছে শুধু অপেক্ষা।
শুকিয়ে যাওয়া কোনো রৌদ্র মুখর দিন
কিংবা ফুরিয়ে।

সারারাত ধরে  বুকের কাছে আঁকড়ে আছি অনেকটা বালিশের নরম
অনেকটা আদ্রতা ছড়ানো উড়তে থাকা মেঘলা হাওয়ায়।
ঘরের জানলায় পর্দাটা পাল তোলা কোনো নৌকার মতো
অবিরাম উড়ছে ,সারা ঘর ময় বৃষ্টি ছুঁয়ে দিতে চাইছে নরম।
ঠিক যেমন মোহনায় লেগে থাকে একটা স্পর্শ
কিন্তু বুঝতে চেষ্টা করছি
মানুষের কোনটা প্রয়োজন উৎস না মোহনা। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...