Wednesday, August 3, 2016

আলোর রাত

আলোর রাত
................. ঋষি
===============================================
চাদরে ঢাকা যাপন আর জীবিত সেই হাসি
ক্রমশ আলোকরশ্মি বাড়তে বাড়তে তুবড়ির রাত।
তারপর হঠাৎ হাসি ফুরিয়ে
পরে থাকে মৃত  বারুদের গন্ধ মাখা কিছু স্মৃতি।
হাতড়ানো সময়ের আলো
সে তো বছরে একবার আর বাকি সময় ?

এইভাবে সময় পেরিয়ে
চামড়ার কেবিনে লেগে যাবে কিছু বেঁচে থাকা।
কিন্তু জানিস মানুষ বাঁচাটাকে মনে রাখে না
শুধু মরতে ভালোবাসে।
মরার আগে মরে যাওয়ার জীবিত রেওয়াজ সাজানো প্লাস্টিক স্মাইলে
দিয়ে যাবি অসংখ্য ফ্রেমে আগামীর ইচ্ছা।
আর আমার কলমে ফুটে উঠবি তুই ঠিক যতটা দামি
যতটা কমদামি এই সময়ে রূপ।
আরো আলোর দিনের প্রতীক্ষা
এত আলো ,আরো আলো ,তোর প্রিয় হাসি মুখ।

চাদরে ঢাকা যাপন আর জীবিত সেই হাসি
আলমারির কোনো গভীর দেরাজে থরে থরে সাজানো স্বপ্ন।
জানিসতো সবটা সত্যি নয়
কিছু জীবন জীবিত থেকে কামড়ায় মানুষের ভিতর।
ঠিক তেমনি এই অন্ধকার রাতে
নীল  আকাশের না শেষ হওয়া কবিতা আলোর রাত। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...