Wednesday, August 3, 2016

চাঁদের হাসি

চাঁদের হাসি
........... ঋষি
================================================
কবি আর কবিতার ফাঁকে
অষ্টাদশী চাঁদ আজ প্রেমিকার মতো আকাশের দিকে তাকিয়ে।
জানতে চাইছে সে
চাঁদের গায়ে যে কালো দাগ সে কি কলঙ্ক।
আর কবি কবিতা লিখছে আকাশের অন্ধকারে তারাদের ফাঁকে
চাঁদের মুখে তখন রুপোলি হাসি।

হাসছে চাঁদ ,হাসছে সারা আকাশ
অন্ধকারময় জীবনের ভূমিকায় জ্যোৎস্ন্যা এসে হাত বাড়ায়।
জানতে চাই গভীর সে দাগ
যাকে গভীরে রেখে চাঁদ হাসে ,আরো হাসি দিয়ে অন্ধকার ঢাকে।
গভীর সেই দাগ
যা নিয়ে চাঁদ বাঁচে ,একলা অক্ষের গায়ে তখন অজস্র তারা খসা।
চাঁদ তুমি কি উজাড় হতে পারো না
জোস্ন্যার মতো আমার কবিতার পাতায় জীবন লিখতে পারো না।
হতে পারো না
কোনো বাউলের গান হৃদয়ের কবিতায়।

কবি আর কবিতার ফাঁকে
হালকা একটা আত্মিক সুর, গোটা আকাশ রাখা আছে।
চাঁদ তুমি একটু থাকো ,এখনই  যেও না
আমার কবিতা এখনো  বাকি।
আচ্ছা তবে যাও তুমি আকাশের গায়ে হাসতে থাকো
কবি কবিতা লিখুক ,চাঁদ মলিন তোমার হাসি। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...