Wednesday, August 10, 2016

অবিরাম ও একা

অবিরাম ও একা
.............. ঋষি
============================================
বৃষ্টি এই  সময় অনেক রাত
বাইরে এখন  নিঝুম শহরে হেথা হোথা দুচারটে লাইটপোস্ট।
তুমি অবিরত ,অবিরাম প্রকৃতির ধারা
আমি ভিজে যায় মনের ভিতর
ভিজি কান্না।

একলা শহরের পাশে
শুয়ে থাকা মানুষ আর অভিলাষ সব মিলেমিশে ক্লান্ত।
রাস্তায় জমা জলে
বাড়তে থাকা আতঙ্করা অস্বাভাবিক আগামী।
জ্বর আসতে পারে ,বুকের ভিতর ফিসফিসে কাশি
কথা বাড়তে পারে।
কিন্তু কিছু ভাবতে চাই আজ এই রাতে
বৃষ্টি তুমি অবিরাম ভিজিয়ে যাও শহরের ভুলতে থাকা কান্না।
তবু মনখারাপ হয়
কান্না পায়
তুমি অবিরাম এবং  একা।

বৃষ্টি এই সময় অনেক রাত
ভিতরে জমে থাকা বালিশ দূরত্বে জীবন পাশ ফিরে শুলো।
কোথাও দূরে কোনো শিশু কেঁদে উঠলো
আবার চারপাশ নিঝুম ,ঘুম নেই
এই রাত বৃষ্টি শুধু তুমি আর আমি।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...