Wednesday, July 31, 2019

গাছ


গাছ
....... ঋষি
==========================================
নখ ঘসে তুলছি, হাঁটু ভাঁজ করে বসে আছি
হাওয়া নেই, গান নেই
তবু মাঠের ওপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল আকাশ।
অবাক সময় ,অবাক সবুজ ইচ্ছার অদূরে ঘ্রান
সকলে যে আমরা আকাশ ধরতে চাই।

আচ্ছা চলন্তিকা আমি যদি ওই আকাশে গাছ হয়ে যাই
ধরো  প্রেমিক গাছ।
আর তুমি সেই জড়িয়ে ধরা আদরের মতো
আমার সবুজ ইচ্ছা।
অদ্ভুত না শুনতে
সুন্দর হাওয়া ,সুন্দর ঈশ্বর ,সুন্দর ভাবনা,সুন্দর কোনো বাড়তে থাকা প্রতীক্ষা।
আসলে প্রেম শব্দটা চিরকাল গাছের মতো
কোনো প্রতীক্ষা।

নখ দিয়ে মাটি তুলছি ,হাঁটু ভাঁজ করে প্রার্থনারত
সময়ের গান ,উপলব্ধি সময়ের
আমি যেন গাছে মতো কোনো একলা দাঁড়ানো আকাঙ্খা তোমার প্রান্তরে।
অপেক্ষা সময় ,অপেক্ষা ছুঁতে চাওয়া
গভীর আকাশের লোভ ,গভীর নীল বেঁচে থাকায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...