Monday, November 1, 2021

তিতুমীর

 


তিতুমীর 

... ঋষি 

একই শহরে, একই আকাশের নিচে আছি 

অথচ এই শহরের মুখোশের মেলায় তোমাকে হারাচ্ছি রোজ । 

সকাল হচ্ছে 

সূর্যের প্রাপ্তির সাথে তোমার মাঝে নতুন আলো 

আমি সংবিধান খুলে খোদাই করছি 

ভুল মুখস্থগুলো। 

.

সময়ের প্রাপ্তি ছিল ,ঢাল ,তলোয়ার আর দুর্গ 

অথচ নড়বড়ে গঠনের কোনো এক আলাপচারিতায় 

আমি তিতুমীর ,

নির্ভুল কিছু শরীরের গঠন 

ভুল  কিছু সঙ্গমের ৫১ পর্বে লেখা আমার প্রেমিক শরীর 

শুধু কবিতায় নারী তুমি সুন্দরী প্রেমিকা। 

.

অযথা মুখোশের শহরে 

রকমফের কিছু চকোলেট বিকেল তোমার  উপস্থিতি ধন্য করে যায় 

কানে কানে বলে যায় 

তুমি আছো ,আমি আছি তাই ,

আর তারপর 

একই শহর ,একই আকাশের তলায় ভিন্ন মুখোশের মেলায় তোমায় খোঁজা। 

একটা নিয়ম  

শুধু একটা নিয়ম সূর্য ডুবে যাওয়ার সাথে নির্ণয় করে 

কাল আবার একটা দিন। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...