পরম্পরা
... ঋষি
প্রতিটা
মুহূর্ত
তুমি কবিতা।
.
প্রতিটা আকাশ
লাল
ঝরে পরে লালা ক্রমশ লোভাতুর নিশ্বাস।
.
বিশ্বাস
প্রহসন
আর ক্রমশ নিস্তব্ধ ভাষা।
.
ক্লান্ত
কথার
এই মুহূর্তের কবিতা ,পাঠক শূন্য।
.
সাদা
কাগজে
কয়েকফোঁটা রক্ত যখন কবিতা
ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...
No comments:
Post a Comment