পরম্পরা
... ঋষি
প্রতিটা
মুহূর্ত
তুমি কবিতা।
.
প্রতিটা আকাশ
লাল
ঝরে পরে লালা ক্রমশ লোভাতুর নিশ্বাস।
.
বিশ্বাস
প্রহসন
আর ক্রমশ নিস্তব্ধ ভাষা।
.
ক্লান্ত
কথার
এই মুহূর্তের কবিতা ,পাঠক শূন্য।
.
সাদা
কাগজে
কয়েকফোঁটা রক্ত যখন কবিতা
একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...
No comments:
Post a Comment