দাম্পত্য
... ঋষি
একটু আগেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম
অন্ধকার আচ্ছন্ন,ইথারে ডোবানো ছায়াতে রুদ্ধশ্বাস দাম্পত্য।
.
তুমি কি চেয়েছিলে ,তুমি কি পেয়েছো
ভিজে বালিশে চোখ রেখে ,তুমি ,আপনি ,নিজেকে
কি বোঝাচ্ছো ,
আগুন খেকো জীবনের হাতে হাতে
সঙ্গী না সঙ্গিনী
আ
ফ
শো
ষ।
.
এতদিন হৃদয়ে হৃদয় ঘষে ছাল চামড়া উঠে যাওয়া খসড়া
আসলে কিছুই চাওনি দাম্পত্য
না হাত
না মাথা
না বাঁচা
না মুদির দোকানে সাজানো এক খালি গৃহস্থালি ,
কিছু একটা নেই
কিছু একটা
ভা
লো
বা
সা।
.
পেট খসিয়ে নেমে আসা শিশু
হাত ছড়িয়ে দুধের বোতল হাত ছড়িয়ে
তুমি ভালো থাকো সন্তান ,
দাম্পত্যের পর্দা সরিয়ে দেখো ,তুমি ,আপনি ,নিজেকে
কুয়াশায় ঢাকা পথ
জমাট পাথরের মত শরীরগুলো
বুঝতে পারছো
দেখতে পারছো না।
No comments:
Post a Comment