Monday, July 25, 2022

তোমায় পাচ্ছি না কিছুতেই

সৃষ্টির ঈশ্বরেরা জানে নগ্নতা ছাড়া সৃষ্টি অসম্ভব 
আর স্রোষ্টা যখন ঈশ্বর 
তখন অশান্তি সর্বক্ষন 
কারণ তোমাকে পাচ্ছি না কিছুতেই। 
.
আগাপাছতলা রক্ত, নাভী, পুরুষ, তোমার ঠোঁটের পাঁচবছর 
প্রতি রক্তকোষে সারেঙ্গী বাজছে 
তুনি বলছো বাদ্যযন্ত্রটা কেমন দেখতে 
আমি হাসছি 
তোমায় পাচ্ছি না কিছুতেই। 
.
হ,য, ব,র, ল 
সুনীল, শক্তি, রামকিংকর বেজ, ডক্টর ফ্র‍্য়েড
সব্বাই কি যেন খুঁজছে, 
খুঁজছে মিষ্টার প্রদোষ মিত্র শুনতে পাচ্ছি,
....... ডাকছে টিকটিকির মতো 
কেন? 
কেউ পাই নি, কেউ পাচ্ছে না, কিছুতেই না
হাতরাচ্ছে, অপেক্ষা করছে, পুড়ছে 
সামথিং মিসিং 
তোমায় পাচ্ছি না কিছুতেই। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...