Monday, July 25, 2022

তোমায় পাচ্ছি না কিছুতেই

সৃষ্টির ঈশ্বরেরা জানে নগ্নতা ছাড়া সৃষ্টি অসম্ভব 
আর স্রোষ্টা যখন ঈশ্বর 
তখন অশান্তি সর্বক্ষন 
কারণ তোমাকে পাচ্ছি না কিছুতেই। 
.
আগাপাছতলা রক্ত, নাভী, পুরুষ, তোমার ঠোঁটের পাঁচবছর 
প্রতি রক্তকোষে সারেঙ্গী বাজছে 
তুনি বলছো বাদ্যযন্ত্রটা কেমন দেখতে 
আমি হাসছি 
তোমায় পাচ্ছি না কিছুতেই। 
.
হ,য, ব,র, ল 
সুনীল, শক্তি, রামকিংকর বেজ, ডক্টর ফ্র‍্য়েড
সব্বাই কি যেন খুঁজছে, 
খুঁজছে মিষ্টার প্রদোষ মিত্র শুনতে পাচ্ছি,
....... ডাকছে টিকটিকির মতো 
কেন? 
কেউ পাই নি, কেউ পাচ্ছে না, কিছুতেই না
হাতরাচ্ছে, অপেক্ষা করছে, পুড়ছে 
সামথিং মিসিং 
তোমায় পাচ্ছি না কিছুতেই। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...