সমস্ত বোঝা পড়ার পরে
সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করানো ভালো
তবে প্রতিদিনকার মতো তবে কাঁচে দাগ পরে না।
যে তোমার হবে সে তোমারি থাকবে চিরকাল
যে তোমার হবে না
তাকে ঈশ্বরের আসন দিলেও তুমি পরাস্ত হবে।
.
আজকাল ভাবি
মানুষ আগুন নিয়ে খেলে কি কারণ ?
সে কি মানুষের দোষ ,মানুষের রিপু ,মানুষের সময়ের বদল ,
কই সামনে দাঁড়ানো মহাবৃক্ষ
সে তো বদলায় না
হাজারো ঝড় ,,বৃষ্টি মেঘ কি সহজে সয়।
.
আমার মনে হয়
প্রতিটা মানুষের মধ্যে আজকাল মিথ্যে বেড়ে গেছে
মুখোশের শহরে সকলে কম বেশি মুখোশ পড়তে পড়তে
আজ শুধু সকলের মুখোশটাই রয়ে গেছে।
সকলে বোধহয় কম বেশি পুড়ছে নিজের মতো করে
নিজেকে মিথ্যে বলছে
বাঁচছে
সত্যিটা হলো মানুষের আয়নার সামনে দাঁড়াতে ভয়
কারণ মানুষ নিজের আয়নার বিভৎস্যরূপ সহ্য করতে পারবে না।
.
সকলেই বড় সত্যবাদী
সকলেই বড় নিরামিষাশী
অথচ সকলের সুযোগের অপেক্ষায়
সত্যিকে দাবিয়ে মিথ্যে দিয়ে সময় গড়বে বলে ,
অথচ মানুষ বোঝে না সত্যি হলো
মিথ্যে বেঁচে ,কিছুদিন হয়তো ভালো থাকা যায়
কিন্তু মুখোশের আড়ালের মুখগুলোকে সকলকেই দেখতে হয়।
No comments:
Post a Comment