পাচ্ছি না তোদের
.... ঋষি
রাজদ্বীপ আছিস নাকি
অনেকদিন হলো তোকে খুঁজছি আড্ডার মাঠগুলোতে ,
শুনতে পাচ্ছি তুই বলছিস আছি ,
অমর আমি তোকে খুঁজছি
দেখতে পাচ্ছি না ,হাজারো উত্তর খুঁজছি ,
তোর বাড়ির পাশের পুকুর ,সেই শ্যাওলা ধরা ঘাটে।
.
রতন তুই আছিস ?
হারিয়ে যেতে থাকা ক্রমশ তোর গলার স্বর ,
অসিত তুই শুনতে পাচ্ছিস
আমাদের সাইকেল ,ইংরেজি স্যার ,সেই রাস্তায় দাঁড়িয়ে সিগেরেট ,
রুবি তুই কোথায় আছিস
কলেজস্ট্রিট ট্রাম রাস্তা এখনো পিছন ডাকছে ?
.
পাচ্ছি না
পাচ্ছি না ,কিছুতেই
সেই কবে থেকে তোরা ছিল আছিস
গঙ্গার নৌকো ,প্রিন্সেপঘাট ,নিমতলার শ্মশান ,হাওড়ার ব্রিজ
কলেজের ক্যান্টিন ,খেলার মাঠ
ফেলে আসা সূর্য।
সবাইকে আমি আবার একসাথে চাইছি
এক জায়গায়
কফি হাউস ,আড্ডা ,একাডেমী ,রবীন্দ্র চর্চা
সবকিছু .....
পাচ্ছি না তোদের। .
No comments:
Post a Comment