আমাদের কথা
... ঋষি
.
মুখোমুখি দূরত্বে দাঁড়ানো দুটো মানুষ অনেককিছু করতে পারে
পিছনে ফিরে হেঁটে চলে যেতে পারে সহাবস্থানে
ঝগড়া করতে পারে ভবিষ্যতের শান্তির আশায়
আরো কাছাকাছি হেঁটে আসতে পারে একে ওপরের দিকে
কিংবা আরো দূরে চলে যেতে পারে এক ওপরের থেকে
আবার তারা মিশেও যেতে পারে দূরত্বের দুর্বলতায়।
.
প্রশ্নগুলো সাধারণ
অথচ অসাধারণ ভাবনায় আমরা কেউ ভাবি না পরিণতি
আমরা ভাবি আজকের কথা
আমরা ভাবি কেটে যাওয়া সময়ের কথা
কিন্তু খুব সহজ যেটা
" আমাদের কথা " আমরা ভাবি না।
.
মুখোমুখি দূরত্বে দাঁড়ানো দুটো মানুষ অনেককিছু করতে পারে
নারী ,পুরুষ ,প্রেম ,প্রকৃতি ,দূরত্ব ,দুর্বলতা ,নাড়ির টান ,
সব সত্যি
তবে সবচেয়ে বড়ো সত্যি হলো " দুটো মানুষ "
সেটাই বোধহয় আমি ভুলে যাই।
আমার তো মনে হয় এই পৃথিবীতে একটা পাতাও পরে না কারণ ছাড়া
ঠিক তেমনি কারণ নিয়ে আর যাই হোক সৃষ্টি হয় না
সে সম্পর্ক হোক ,সে প্রেম হোক ,সে কবিতা হোক
কিন্তু দুটো মানুষ শুধু কারণে দীর্ঘকালএকসাথে থাকতে পারে না।
সমাজ বলে পারতেই হবে
সময় বলে ইতিহাস সাক্ষী একসাথে থাকতেই হবে
আর যারা থাকে তারা বলে
পারছি না আর কারণের সম্পর্কে থাকতে
এইবার মুক্তি চাই ।
No comments:
Post a Comment