Monday, July 11, 2022

দমকা হাওয়া

হঠাৎ বৃষ্টি নামলে 
মানুষকে কেন ভিজতে হয় ছাতা বা রেইনকোর্ট থাকলেও? 
হঠাৎ অন্ধকার করে এলে মানুষ কেন মৃত্যু খোঁজে, 
একই শীতলতা, একই তরলতা, একই বৃষ্টি বিকেল 
বৃষ্টির মানেগুলো কেন বদলায় সময় সময়?
.
মানুষ কেন ক্রীতদাস আজ নিজের কাছে 
কেন হঠাৎ ওঠা ঝড় সম্পর্কের মানেগুলো বদলায়? 
কেনই বা ঝড়ের মাঝে প্রতিটা মানুষ একলা দাঁড়ায়? 
আমরা কি জঞ্জলে আছি? 
আমরা কি সংযমে আছি?
কিংবা আমরা কেউ কোত্থাও নেই শরীর ছাড়া। 
.
সব প্রশ্নের উত্তরগুলো দমকা হাওয়া
বৃষ্টির ছাট কথা বলে দূরে দিকচক্রবালে,
নিশ্চিত মানুষের ভুমিকায় মানুষ বদলায় 
কষ্ট হয় 
তবু হাসে দূর নীলাকাশে একলা মুখ। 
আমি সাক্ষী, তুমি সাক্ষী 
সাক্ষী বৃষ্টির স্পর্শে একলা ম্যাজিক 
আমরা কেউ কোত্থাও নেই শুধু এই শরীর ছাড়া
বাকিসব মিথ্যে 
মিথ্যে বৃষ্টির খাঁজে দমকা হাওয়া। 
.
দমকা হাওয়া
... ঋষি

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...