মনখারাপি বৃষ্টি
... ঋষি
সোজা বৃষ্টি বুকে নিয়ে দাঁড়াই
হাসি পায় ভাবলে আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়
প্রেমিক মেঘ জানে
এই শহরে বৃষ্টি হলেই জল জমে এক হাঁটু,
মানুষ সাধারণ তাই বৃষ্টিতে ভিজে হাঁটে
অসাধারণ যারা তারা হাঁটে না,গাড়ি চড়ে।
.
তুমি ঘুমিয়ে পড়েছো বোধহয়
ভেজা বালিশের কাছে বৃষ্টি এসে দাঁড়িয়েছে তোমার ঘুমে ,
স্মৃতির জেব্রাক্রসিং ছুঁয়ে বাঘ ভাবছে জঙ্গল
তুমি স্বপ্ন দেখছো
জন্ম দিচ্ছো
ভালোবাসার মৃত শরীর।
.
সোজা বৃষ্টি বুকে নিয়ে দাঁড়িয়ে
বৃষ্টির অসংখ্য ফোঁটা
নিস্তব্ধ তবু নীরবতা।
আজকাল আর কাঁদতে ইচ্ছে করে না
বৃষ্টি বোধহয় বারোমাস আমার মাথার উপর থাকে
আমি দৌড়োতে থাকি
অফিস ,মানুষ ,তোমার রান্নাঘর ,ছেলের পড়ার টেবিল
শুধু মাঝে মাঝে হাঁপাই
বৃষ্টি তখন হয়তো কিছুদিনের জন্য মনখারাপি হয়।
No comments:
Post a Comment