Friday, July 1, 2022

চটি জোড়া

 চটি জোড়া 

... ঋষি 


কথাটা হলো কিছুতেই শান্তি পাচ্ছি না 

দুটো পুরোনো  ক্ষয়ে যাওয়া চটি জোড়া ক্লান্ত হয়ে দেওয়ালে ঠেস  দিয়ে দাঁড়িয়ে

  আলো হেঁটে চলেছে পাশ দিয়ে 

               আর আলোর ছায়া চটি দুটোর একে ,ওপরের গায়ে ,

আমি আবিষ্কার করছি মাথাটা ক্রমশ ধরে আসছে 

                      চল্লিশের কাঁচে বোধহয় লেগে আছে মৃত্যুর তারুণ্য। 

.

কথাটা হলো আজ অনেকদিন ঘুমোচ্ছি না 

বুঝতে পারছি 

নিজেকে সারাজীবন ধরে বলে এসেছি মিথ্যে ভালো থাকার কথা ,

চলন্তিকা বলে বাঁচতে তো হবে 

পথ খুঁজতে হবে তাই 

কিন্তু প্রশ্নটা  সেদিনকার মতো আজও একলা বড়। 

.

কে যেন বলেছিল ছায়ার ভিতর ভালোবাসা নেই 

ভালোবাসা শব্দটা শরীরের ভিতর 

আমার আজও বিশ্বাস হয় না এই কথা ,

শুধু ছায়াজল আর জল ছায়া আরও নিঃশব্দ ক্রমশ

এই পৃথিবীর ভাষায় ভালোবাসা ছায়াহীন চিরকাল।

আমি দেওয়ালে হেলানো চটি জোড়ার  দিকে তাকাই 

দেখি ক্রমশ শেষ বেলার আলোটুকু মুছে চলেছে 

আমার ভয় করছে 

অস্বস্তি বাড়ছে 

সত্যিটা হলো শব্দহীন ভালোবাসা নিঃশব্দ চিরকাল।  

  


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...