Sunday, July 17, 2022

শপথ

বেশ বুঝতে পারছি তুমি ক্রমশ মৃতপ্রায়
বুঝতে পারছি তুমি আরো মৃত্যুর কাছাকাছি 
তোমার মুছতে থাকা হাসি, তোমার নাটকের বারোহাত 
তুমি আরও, আরও মাটির তলায় 
বুঝতে পারি আমার বুকের ভিতর ক্রমশ খালি খালি হতে 
শুধু যন্ত্রনা। 
.
তোমার বোধের উর্দ্ধে ওঠা যন্ত্রনাগুলো 
ক্রমশ ইনসেন্টিভ কেয়ার ইউনিট, 
তুমি চাইছো না শান্তিনিকেতন, তুমি চাইছো না নিভৃত প্রেম, 
চাইছো না ওয়াটসআপ ম্যাসেজ, অযাচিত ফোন কর্লস, 
শুধু একলা হতে চাইছো 
ক্রমশ কবিতার ভিতর তুমি ঘুমিয়ে পড়তে চাইছো " দ" এর মত করে। 
.
তুমি চাইছো স্মৃতিঘর
তুমি চাইছো না খাঁচার ভিতর অচিন পাখি 
তুমি চাইছো একলা একটা, অন্ধকার 
মনের মধ্যে শপথ করছো আর ফিরবে না তুমি, 
বুঝতে পারছি তুমি ক্রমশ মরে যাচ্ছো, 
তোমার মুখের মধ্যে ফুটে উঠছে অন্ধকার ঘর। আমি ক্রমশ বুঝতে পারছি তুমি কোমায় 
আমি সব জানছি, সব বুঝছি 
বুঝতে পারছি তোমার অন্ধকার ভাবনাটা ছুঁয়ে দিচ্ছে শেষের কটা দিন 
তোমার একলা হতে ভালো লাগছে। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...