Monday, July 11, 2022

কবুতর

আমি কবিতায় স্বপ্ন লিখি
চলন্তিকা বলে স্বপ্নের কবিতা হয় বটে 
তবে বাস্তবের চিত্রকল্পে মানুষ শুধু চরিত্র মাত্র 
চরিত্রের ঘর বদল হয় না। 
.
মাঝে মাঝে আমি শায়েরী লিখি
কাহাতক এ জিন্দেগী অব লে যায়ে মুঝে 
মে মুসাফির হু স্বপ্নকা,
চলন্তিকা বলে কবি তুমি আকাশে পা দিয়ে হাঁটো 
তোমার বাড়ির কোনো সিঁড়ি নেই
শুধু আছে কবিতা। 
.
আমি হাসি 
আমি বাঁচি 
নিজের পাকতে থাকা জুলফিতে হাত বুলিয়ে দেখি
রহিম কাকার কবুতরগুলো বসে, 
রহিমকাকা বলতো কবুতর শুধু আকাশ ছুঁতে চায়। 
আমি জানি আমার কবিতা পড়ে চলন্তিকা হাসবে 
তারপর বলবে এই কবিতায় কি মন্তব্য করবো 
এতো কবিতা নয় 
কবুতর 
           শুধু আকাশেই ভালো লাগে। 
.
.
কবুতর 
... ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...