Sunday, July 10, 2022

বিলুপ্তি

 বিলুপ্তি 

... ঋষি 


একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে 

সারা শরীর জুড়ে লোমে মোড়া বেড়াল ,

অত্যাধুনিক সময়ের ফসল 

পা টিপে হাঁটি ,কান পেতে শুনি ,নাকে খুঁজে পাই রক্তের গন্ধ ,

অসম্ভব ঝাঁপটানির শব্দ 

বেহুশ হয়ে পরে থাকে এই শহরের হাজারো কামড়া। 

.

শুনতে ভালো লাগে ,বুঝতে আরো ভালো 

আলপথ বেঁয়ে ছুটে যায় পুরোনো আশমানের দোকানে 

সেই গলি ,সেই বাড়ি 

জলকাদা মোড়া কিছু স্মৃতি ,,,,,সেই বালিকা ,

হাঁপিয়ে উঠছি ক্রমশ 

নিজের বুকের কাছে ,বুক খুলে রাখতে রাখতে। 

.

লাটিমের মতো ঘুরতে থাকা এই পৃথিবীর স্নেহ 

কে যেন দড়ি ধরে মারে টান 

হঠাৎ হৃদয় বদল নিজের বাড়িটার বলে গলি -দাগ নম্বর -ঠিকানা।

জলকাদামাখা গা

প্রেমিক দাঁড়িয়ে থাকে মূর্তির মতো

প্রেমিকের মরণ নেই , মূর্তির প্রাণ নেই 

মূর্তির প্রাণ নেই , প্রেমিকের মরণ নেই

শুধু মানুষটার সারা শরীর জুড়ে লোমে মোড়া বেড়াল

সদ্য জন্মানদের মাথা চিবোচ্ছে।    


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...