Sunday, July 10, 2022

বিলুপ্তি

 বিলুপ্তি 

... ঋষি 


একবিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে 

সারা শরীর জুড়ে লোমে মোড়া বেড়াল ,

অত্যাধুনিক সময়ের ফসল 

পা টিপে হাঁটি ,কান পেতে শুনি ,নাকে খুঁজে পাই রক্তের গন্ধ ,

অসম্ভব ঝাঁপটানির শব্দ 

বেহুশ হয়ে পরে থাকে এই শহরের হাজারো কামড়া। 

.

শুনতে ভালো লাগে ,বুঝতে আরো ভালো 

আলপথ বেঁয়ে ছুটে যায় পুরোনো আশমানের দোকানে 

সেই গলি ,সেই বাড়ি 

জলকাদা মোড়া কিছু স্মৃতি ,,,,,সেই বালিকা ,

হাঁপিয়ে উঠছি ক্রমশ 

নিজের বুকের কাছে ,বুক খুলে রাখতে রাখতে। 

.

লাটিমের মতো ঘুরতে থাকা এই পৃথিবীর স্নেহ 

কে যেন দড়ি ধরে মারে টান 

হঠাৎ হৃদয় বদল নিজের বাড়িটার বলে গলি -দাগ নম্বর -ঠিকানা।

জলকাদামাখা গা

প্রেমিক দাঁড়িয়ে থাকে মূর্তির মতো

প্রেমিকের মরণ নেই , মূর্তির প্রাণ নেই 

মূর্তির প্রাণ নেই , প্রেমিকের মরণ নেই

শুধু মানুষটার সারা শরীর জুড়ে লোমে মোড়া বেড়াল

সদ্য জন্মানদের মাথা চিবোচ্ছে।    


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...