অস্তরাগ
.. ঋষি
অস্তরাগ লিখতে বসছি
লিখতে বসছি আমার ছেঁড়া আস্তিনে লুকোনো টেক্কার কথা ,
সম্পর্কেরা প্ৰাচীন বৃক্ষের মতো শিরাউপশিরা বিস্তার করে
প্রশ্ন হাজারও
কিন্তু হাজারো প্রশ্নের ফাঁকে একটা প্রশ্ন
সম্পর্ক কি শুধুই স্বার্থ ?
.
সম্পর্ক কি মুখের আদলের পিছনে এক একটা কারণ
কিংবা অবাঞ্চিত আঁচিলের মতো কিছু
শুধুই বয়ে বেড়ানো ,
আসলে আগুন না লাগলে ঘর পোড়ে না কারো
কিন্তু ঘর পোড়ে লোকে দেখে
কেউ হয়তো হাততালি দেয় কিংবা কেউ মুখে বলে আহা
কিন্তু যার ঘর পোড়ে সে বোঝে
ঘরের সাথে পুড়ে যায় মানুষের গভীর সম্পর্ক।
.
সম্পর্ক কি কোনো লোভ ?
কোনো পরিচয় ?
কোনো দায়বদ্ধতা ?
বুঝতে বুঝতে মাথার কালো চুলে পাক ধরলো
পেকে পচে গেলো গভীরে শুয়ে থাকা সম্পর্কের প্রতি আকুতি ,
রোজকার মতো অনেকে হাততালি দিল
কেউ কেউ চিমটি কেটে বুঝিয়ে গেলো এক অন্ধকার কাব্য ,
আমি ব্যাকুল হলাম
আমিও ক্লান্ত হলাম
কিন্তু দিনের শেষে নিজের কলমে স্বভাবে লিখলাম
অস্তরাগ
সাহসী সম্বলটুকু।
No comments:
Post a Comment