Monday, July 11, 2022

দিনলিপি

প্রতিদিন ফিরে আসি ঈশ্বরী হাসবে বলে
ঘুম ভাঙে না পেস্টেলের কালো রঙের 
রঙের বদলে রঙ বদলায় 
দিনের বারান্দায় ছায়া পরে আসে,
সবকিছু একই থাকে
অথচ ভালো থাকা হয় না। 
.
প্রতিদিন ভাবি আজ বোধহয় মানুষ জাগবে
সময় মিথ্যে বলবে না 
আঁকার খাতায় প্যেস্টেলের শেডে খুশী লেগে যাবে 
আর অন্ধকার একা করবে না
তবুও ফিরি রোজ নিজেকে সাথে নিয়ে নিজের ভিতর
ভাবনার পাতায় বাড়ি ফিরি না। 
.
রোজ স্বপ্ন আসে 
একের পর এক ডাইনামাইট বিস্ফোরণ হয় 
ভাবনার স্তুপে জমা হয় পাথর, 
পাথরের ঘর,বাঁচার স্বয়ংবর 
সবকিছু থাকে কিন্তু সময় থাকে না 
মুহুর্তরা থাকে। 
.
প্রতিদিন ফিরে আসি ঈশ্বরী হাসবে বলে
 প্যেস্টেলের কালো রঙের ঘুম ভাঙে না
বাঁচার পাতায় লিখি জীবন 
অথচ কালো  রঙ বারংবার একা ফেরে, 
দিন বদলায় রোজ নিজের মত করে
কিন্তু অপেক্ষারা দাঁড়িয়ে থাকে ।
.
দিনলিপি
... ঋষি

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...