Monday, July 11, 2022

দিনলিপি

প্রতিদিন ফিরে আসি ঈশ্বরী হাসবে বলে
ঘুম ভাঙে না পেস্টেলের কালো রঙের 
রঙের বদলে রঙ বদলায় 
দিনের বারান্দায় ছায়া পরে আসে,
সবকিছু একই থাকে
অথচ ভালো থাকা হয় না। 
.
প্রতিদিন ভাবি আজ বোধহয় মানুষ জাগবে
সময় মিথ্যে বলবে না 
আঁকার খাতায় প্যেস্টেলের শেডে খুশী লেগে যাবে 
আর অন্ধকার একা করবে না
তবুও ফিরি রোজ নিজেকে সাথে নিয়ে নিজের ভিতর
ভাবনার পাতায় বাড়ি ফিরি না। 
.
রোজ স্বপ্ন আসে 
একের পর এক ডাইনামাইট বিস্ফোরণ হয় 
ভাবনার স্তুপে জমা হয় পাথর, 
পাথরের ঘর,বাঁচার স্বয়ংবর 
সবকিছু থাকে কিন্তু সময় থাকে না 
মুহুর্তরা থাকে। 
.
প্রতিদিন ফিরে আসি ঈশ্বরী হাসবে বলে
 প্যেস্টেলের কালো রঙের ঘুম ভাঙে না
বাঁচার পাতায় লিখি জীবন 
অথচ কালো  রঙ বারংবার একা ফেরে, 
দিন বদলায় রোজ নিজের মত করে
কিন্তু অপেক্ষারা দাঁড়িয়ে থাকে ।
.
দিনলিপি
... ঋষি

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...