Friday, March 14, 2014

RISHI026@GMAIL.COM

তোমার প্রেমের বর্ষণ
.......... ঋষি
তোমার প্রেমের বৃষ্টিতে আজ
ভিজে মাঠঘাট ,পথে কাদা ,হৃদয়ে কাদা
কাদা লাগে প্রাণে ,শরীরের ঘ্রাণে।

তোমার উড়ে যাওয়া শাড়ির আঁচলের ঢেউ
আমার বুকে ,তোমার নরম বুকে
আগুনে স্পর্শ ,স্পর্শ অন্য কেউ।

আরেকটু নামি ,আরো নিচে ,আরো নিচে
ঘাম আর তোমার নাম জড়িয়ে
আমি পরে আছি অনেক পিছে।

আরো দুরে বহু দুরে তোমার বলাকা
সাত রঙা সুর রামধনু চোখ
আমার চোখ ,তোমার খোঁজে।

আমি হেঁটে চলি ,কাদা মাখা পা
তোমার পায়ে গোলাপ কাঁটা
আমার হোক ,তোমার সুখে।

তোমার ঠোঁটে আল্পনা রং
লাল থেকে আরো ফ্যাকাসে হোক
মেহেন্দি রং , রক্তের লোভ।

তোমার প্রেমের বৃষ্টিতে আজ
ভিজে ছারখার ,পোড়া বারবার
গড়িয়ে পরুক তোর প্রেমের লোভ। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...