Thursday, March 20, 2014

RISHI026@GMAIL.COM

মনের পাখি
.......... ঋষি

মনের পাখি হৃদয় জুড়ে নীল আকাশে
আর আকাশের ক্যানভাসে একটা মুখ।
একটা মুখ সময়ের সাথে
একটা মুখ হৃদয়ের কাছের
খুব কাছে জড়িয়ে  থাকার সুখ।

সুখ বলে জীবন আমায় ছুঁয়ে দেখ
জীবন বলে সময় একটু থেমে থাক।
আর সময় সে যে হাসে
আর বলে
আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে ,
আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে ,,,, ওই আকাশে।

আকাশের পাখি বন্ধ খাঁচায় আয়
দুধ দেব ভাত দেব ,অন্ধকারে আয়।
পাখি বলে আমি যাব ওই আকাশে
ওই হৃদয় আকাশে যেখানে সময় নেই ,
যেখানে অন্ধকার নেই ,শুধু শান্তি।

মনের পাখি হৃদয় জুড়ে বড্ড ডাকাডাকি
দরকারী সব হিসেব পাতায়
জীবন বলে সব যে ফাঁকি।
আর বলে
আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে
আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে ,,,, ওই আকাশে 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...