Monday, March 17, 2014

rishi026@gmail.com

শুধু তোকে আরো আমায় ভালোবাসতে দে
............. ঋষি

তাইতো আমি ফিরে যায় বারংবার তোর কাছে।
তোর স্বপ্নের ঘর ,তোর সাজানো সংসার
সব তোর থাকুক
শুধু আমার হারিয়ে যাওয়া প্রেমটুকু আমাকে দে।

আমার কাছে তোর অস্তিত্ব
রক্ত মাংসের শরীর আর রং সব তোর থাকুক।
শুধু তোর স্বপ্নের রঙে আমায় রাঙিয়ে দে
তোর চোখে থাকা স্বপ্নে আমি বাঁচতে চাই
তুই শুধু তোর কষ্ট গুলো আমায় দে।

তোর মুখের হাসি আমার প্রেমের সূত্রপাত
তোর চোখের কিনারায় আমার আকাশ রাখা আছে।
সেই আকাশে আমার মুক্তি,আমার কবিতা লেখা আছে
সেই কবিতায় তোর সাথে আমায় বাঁচতে দে
আমাকে তোর আরো গভীরে আসতে দে .

বাঁচতে দে ,আমাকে বাঁচতে দে  তোর প্রেমে
তোর রূপের আগুনে আমার অস্তিত্ব জ্বলে।
জ্বলতে দে ,ক্ষতি নেই পুড়তে দে আমায়
আর কিছু না
শুধু তোকে আরো আমায় ভালোবাসতে দে।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...