Sunday, March 2, 2014

RISHI026@GMAIL.COM

বন্ধ চোখে জীবিত আমরা
......... ঋষি

কে বল্লে ,বল্লেটে কে ,চোখ ফুটে গেছে
সবে তো শুরু রে।
অনেক পথ চলা বাকি
বুকে গুরু গুরু রে।

কে বল্লে শৃঙ্খল আর অভ্যাস এক
অভ্যাস চিরকালীন ,
নতুন কিছু নয়।
কিন্তু শৃঙ্খলে তাকে মুড়তে চাইলে
যতো বিপদ ,
পুরনো কিছু নয়।

আরে সভ্যতার আলো বদলানো রং
চোখে আঙ্গুল সাজানো ঢং।
আরেকটু এগিয়ে  চল বারুদ বুকে
ঠুলি আটকানো আমাদের চোখেমুখে।
এ এক উল্টোনো পুরান
যার পাতায় যন্ত্রণা এই বুকে।

কে বল্লে ,বল্লেটে কে সভ্য আমরা
ধর্ষণ আর ধর্ষিত আমরা।
দিন  প্রতিদিন  সবজান্তা অন্ধ আমরা
আসলে বেঁচে থাকার ধন্ধে আমরা।

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...