Wednesday, March 12, 2014

RISHI026@MAIL.COM

অপেক্ষার পান্ডুলিপি
........ ঋষি

অপেক্ষায় অপেক্ষায় দিন কেটে যায়
তুমি  আসবে বলে হৃদয়ে ফুল ফুটে যায়।

তুমি নেই তাই সুরের অর্চনা মন দুরে দুরে
জীবন নিভে যায় কোনো অপেক্ষার সুদূরে।

তোমার জন্য গলির মোড়ে ট্রাফিকের কোলাহল
অপেক্ষার পরিচিত আলো হৃদয়ের হলাহল।

তুমি নেই তাই দরজা খোলা আলো অন্ধকারে
তোমার পদশব্দ আমার হৃদয়ে আদুরে।

তোমার শব্দ তোমার সুরে ভরানো কবিতার খাতা
তোমার ছবি বিষ হয়ে যায় ,বিষ এই প্রেমগাঁথা। ..
 
তুমি নেই তাই হৃদয়ে লাগানো আকাশের পলিথিন
তোমাকে ছাড়া বাঁচতে চাওয়া ,অবস্থা সঙ্গিন।

তোমার জন্য গর্জে ওঠে স্মৃতির ঘরে মেঘ
বৃষ্টির জলে আমার হৃদয় ভিজে যে এক শেষ।

তুমি নেই তাই একলা হৃদয় ঘুমহীন এই রাত
তোমার আসার আশা নিরাশার রাতদিন সংঘাত।

অপেক্ষায় অপেক্ষায় দিন চলে যায়
তোমার আসার পথে বারবার কেন চোখ চলে যায় ?

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...