Thursday, March 6, 2014

RISHI026@GMAIL.COM

একটা অভাব থেকেই যায়
.............. ঋষি

একটা অভাব থেকেই যায়
সকাল সন্ধ্যা ,,,,, ভালো মন্দে
এই তোমায় হৃদয় ভালোবেসেই যায়।

যেদিন বৃষ্টির বেলায় মেঘ ও মুখে
কিংবা যখন হৃদয় আটকানো ঝাপসা চোখে
তখন তোমাকে কাছে  হৃদয় টানতে চাই।

দুরে দুরে বহুদূরে বালি কনায় জমানো আশ্বাস
সব ঝুর ঝুরে বালি ঝরে পরে
তবু তোমায় হৃদয় ভালোবেসেই যায়।

যেদিন সন্ধ্যাই খোঁপায় লাগানো অজগর
আমার বুকে বিষাক্ত সেই বিষ
সেদিনও জানো আমি হাত বাড়াই।

তোমাকে ছুঁতে চাই ,হৃদয়ের ঘরে চোখ
চোখের ওপারে রাখা একটা হৃদয়
কেন যেন তোমায় ভালোবেসেই যায়।

আজকের কথা কালকে খাটি
আমার হাতে প্রেমের বাঁশি
ভালোবাসা যে নরম মাটি ।

একটা অভাব থেকেই যায়
দিনে রাতে ,,,,,, দুধে ভাতে
এই তোমায় হৃদয় ভালোবেসেই যায়। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...