Sunday, March 9, 2014

RISHI026@GMAIL.COM

তুই ভালো আছিস
............ ঋষি

ভালো থাকার আদুরে গন্ধটা
আমার গা ছুঁয়ে যায়।
ভালো লাগে ভাবলে তুই ভালো আছিস
ভালো লাগে ভাবলে তোর ঠোঁটের কোনে হাসি ,
বদলানো পৃথিবীর আলোকে এ অহংকার।

তোর শাড়ির আঁচলে বাঁধা প্রেম
তোর শান্ত পদচরণে মিষ্টি শব্দ।
সব ছুঁয়ে যায় আমায় জানিস
অনেকটা ডিসকভারিতে দেখা মৃত্যুর চোখ ,
যা যেখানেই যাই পিছু ছারে না।

পিছু ছারে না ফুটপাথে পাঁচ মিনিট
পিছু ছারে না শান্ত হৃদয়ের স্পর্শ।
লালচে ল্যাম্প পোস্টের আলোয় তোর চোখ
তোর শরীরের ভাঁজে জমা যন্ত্রণা ,
সব আমায় ছুঁয়ে যায় অনিয়মের জীবনের পাতায়।

তাই তো বারবার আমি ফিরে যায় তোর কাছে
তোর বুকের ভিতরে খুঁড়তে থাকি তোকে।
খুঁজে তুলে আনি তোর সব কষ্টগুলো
তোর না বলা সুরের অদ্ভুত ছন্দে ,
আমি শুনতে চাই তুই ভালো আছিস।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...