Sunday, March 2, 2014

RISHI026@GMAIL.COM

আমি মন
...........  ঋষি

আমাকে যদি শরীর  ভাবো
খুব ভুল।
আমি জঞ্জাল  ছাড়িয়ে ,অক্ষরেখা ছাড়িয়ে
আরেকটু এগিয়ে সুমেরু কুমেরু পাড়িয়ে
সেই দিগন্তের নীলে ভেসে থাকি।
আমি মন
আমি আসলে ভালো থাকতে ভালোবাসি।

চার ঘরের দেওয়ালে ,
অজগরের পেঁচিয়ে থাকা স্বভাবে।
আমাকে যতোই জড়িয়ে রাখো
যতোই পিষতে থাকো।
আমায় পারবে না আটকাতে
আমি মন
আমি আসলে একলা থাকতে ভালোবাসি।

আমাকে যদি ছোট ভাবো
খুব ভুল।
আমি আসলে প্রদীপের আশ্চর্য দৈত্য
নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসি।
ভালোবাসি নিজেকে লুকিয়ে রাখতে
আমি মন
আমি আসলে অন্য মনকে ভালোবাসি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...