Monday, March 17, 2014

rishi026@gmail.com

কি রে উত্তর দে
.......... ঋষি

কি রে উত্তর দে ,উত্তর দে
কি হয়েছে ,এমন কেন বদলালি তুই ,
কি হয়েছে ,এমন কেন নিরুত্তর তুই।

তুই তো এমন ছিলিস না
ছিল না তোর মুখে এমন হাসি।
বদলানো তোর চোখের ভাষা
বল এখন আমি কোথায় বাঁচি।

তুই বুঝিস না ,কিছুতেই বোঝানো যায় না
তোর চোখে রাখা ক্ষোভ।
আর আমার তোকে জড়িয়ে ধরার লোভ
বল কি করি আমি ?

তোকে ভুলতে চাই ,ভোলানো যায় না
এমন আমার খিদে তোর বুকে।
তোর প্রেম ,তোর কথা, আমার কবিতা
ধুস যাক না সব লেটা চুকে।

কে রে উত্তর দে ,উত্তর দে
কি হয়েছে তোর ,কোথায় আছে তোর ব্যাথা,
পারিস না রাখতে আমার শুন্য বুকে তোর মাথা। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...