Saturday, March 15, 2014

RISHI026@GMAIL.COM

চিরকালের সৌন্দর্য্য
.......... ঋষি

সৌন্দর্য্যের বাঁধ যখন ভেঙ্গে যায়
অন্ধকার যখন পা বাড়ায়
তখন কেমন লাগে নিজেকে তাকিয়ে দেখো।
তুমি বোঝো নি ,বোঝার মত সময় নেই তোমার
আর সময় সে তো কারো নয়।
সে তো থামতে জানে না ,তোমার মত
তুমি তো থেমে যাওয়া সময়ের পদচিন্হ পৃথিবীর গায়ে।

আজ কেটে যাওয়া সময়ের গায়ে লেগে আছে ক্ষত
ক্ষতগুলো কতো টা  তোমার।
জন্ম ,মৃত্যু  সব আছে তোমার
কিন্তু প্রেম
সে তো তোমার নয় ,কখনই নয়।
কারণ প্রেমের জন্য যে হৃদয় দরকার
আর হৃদয় সে তো সময়ের নয়।

সৌন্দর্য্যের বাঁধ যখন ভেঙ্গে যায়
তখন সময়েরও চোখ খুলে যায়।
তুমি যে পরে থাকা ব্যথা ,তুমি যে অন্ধকার সময়
তোমার হারানো সুর সব মৃত শোক গাঁথা।
আকাশের দিকে তাকিয়ে দেখো
আর তাকিয়ে দেখো নিজের দিকে
কে চিরকালের সৌন্দর্য্য তোমার কাছে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...