Saturday, March 29, 2014

RISHI026@GMAIL.COM

তোমার প্রেমে
.......ঋষি

আজ সব বাঁধ ভেঙ্গে গেলো
ভেঙ্গে গেলাম আমি টুকরো টুকরো কাঁচের মতো।
প্রতি বিন্দু গরম নিশ্বাসে আর  তোমার বিশ্বাসে
আমি নিজেকে বিলিয়ে দিলাম তোমার কাছে।
ঠিক যেন শুন্য সাদা পাতা
তুমি তা ভরে দিলে তোমার আদরে।
আমাকে তুমি ভিজিয়ে দিলে
ভিজিয়ে দিলে তুমি প্রেমের আগুনে।
আজ পুড়ে গেলাম আমি
পুড়ে গেল আমার আমার লোকানো অভিমান।
তোমার শরীর আর আমার শরীর মিশে
আজ মিলে গেল সমুদ্র আর মাটি একই আকাশে।

আজ আর বলবে না কেউ
আমি শুন্য ,তোমার স্পর্শে আমি পূর্ণ।
আমি পূর্ণ এক নতুন সকাল
সামনে  পরে থাকা বেলা
পরে থাকা  সামনের পথে তোমার স্পর্শে চলা।
কি দিলে তুমি আমায় ?
কি দিলে তুমি গোধুলি বেলায় ?
এক আকাশ আলো,একটুকরো স্বপ্ন।
এক আলোর দিশা ,আর আমার মুক্তি
এক বিশাল আকাশ ,এক সমুদ্র প্রেম।
আজ সব বাঁধ ভেঙ্গে গেলো
মিশে গেলাম আমি তোমার প্রেমে। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...