Thursday, March 20, 2014

RISHI026@GMAIL.COM

তৃষ্ণার্ত
....... ঋষি

আমি যে সেই হাত ধরতে চাই
যার স্পর্শে শিহরণ হৃদয়ে।
আমি যে তার কাছে যেতে চাই
যার স্পর্শ আনন্দ হৃদয়ের।
আমি তাকেই হৃদয় দিতে চাই
যার স্পর্শে সদা বসন্ত হৃদয়ে।

হাসছো যে
এ কেমন তর আসা
আসা যাওয়া আর এই ভালোবাসা।
কি  হলো বললে না
কি এমন আছে ওই  চোখে।
কি এমন প্রার্থনা ওই চোখে
শুধু মুক্তি ,শুধু আশা ,
এই জীবন আর ভালোবাসা।

আমায় কি পাগল করবে নাকি
নতুন করে প্রেম জাগাও এই প্রাণে।
আমাকে তুমি জড়িয়ে ধরবে নাকি
নতুন করে তৃষ্ণা জাগাও মনে।
আমাকে তুমি আদর করবে নাকি
ভালোবাসি আমি বলবো তোমার কানে 

No comments:

Post a Comment

মানুষ ফুরোয়

অনবদ্যতা আহরণ করে চলেছি  করে চলেছি নিজের ভিতর নিজেকেই ঘৃণা ক্রমশ  সারা পৃথিবী চায়ের কাপের অপেক্ষা করে  তখন আমার কফি কাপে আমি একা  এ যেন স্মর...