Friday, March 14, 2014

RISHI026@GMAIL.COM

অর্থহীন গতি
....... ঋষি
এমন একটা দিন ও কি আসবে না
যেদিন সপ্তর্ষিমন্ডলের তীর এসে লাগবে সময়ের গায়ে।
নষ্ট সময় ,নষ্ট সম্পর্ক্য ,নষ্ট সভ্যতা ,নষ্ট হৃদয়
সব করতে থাকবে ভেদ বমি জীবনের ঘায়ে।

উঠছি ,বসছি ,পড়ছি নামছি
নামতে নামতে কতটা নামলাম জানা নেই।
জানা নেই সভ্যতার অদৃশ্য থামগুলোর নাম
সত্য ,জ্ঞান,শক্তি , গতি ,,,,,,, চার থাম ,
কিন্তু গতি বেঁচে শেষ কোথায় জানা নেই।

চাকার থেকে পাখি ,পাখি থেকে E.T
আগুনের থেকে মাটি ,মাটির থেকে হৃদয়।
দুরত্ব আর দূরত্ব ,বাড়ছে আর বেড়েই যাচ্ছে
বেড়েই যাচ্ছে অন্ধকারের লোভ।

লোভ শরীর ,লোভ স্বার্থ ,লোভ আরো ,লোভ অর্থ
অর্থহীন সব অর্থহীন শুধু দৌড় আর  ইঁদুর দৌড়
শেষ নেই সীমা নেই।
আকাশের গায়ে কালি আর আমাদের চোখে ঠুলি
এগিয়ে আসা মৃত্যু আর মৃত্যুর দালালি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...