Sunday, March 9, 2014

RISHI026@GMAIL.COM

প্রেমের খাঁচা
............. ঋষি

আমি কখনো তোকে বন্দী করি নি
শুধু বাঁধতে চেয়েছি খোলা আকাশে।
বর্ণমালার বর্ণদের মতো রাখতে চেয়েছি
একসাথে নিজের করে হৃদয় আকাশে।

কিছু কথা কখনো যায় না ভোলা
কিছু শব্দ কখনো যায় না ছাড়া।
প্রেম শব্দের অর্থ করতে বসি
বড্ড কঠিন মানে বুঝতে পারা।

শৃঙ্খল কখনো নিয়ম নয়
প্রেম কখনো বড় অনিয়ম নয়।
প্রেমের দড়ি শক্ত করে বাঁধি
জড়িয়ে ধরে আঁকড়ে তোকে বাঁচি।

যে যার মত বলতে পারে লোকে
পাগল বলে গালি দেবে তোকে।
রাগ করি না আমার কাছে থাকিস
হৃদয়খানি আঁকড়ে ধরে রাখিস।

আমি কখনো বন্দী করি নি তোকে
বন্দী তুই প্রেমের হৃদয় ঘরে।
উড়তে হলে ভাঙতে হবে খাঁচা
আমায় ছেড়ে বাঁচতে হবে একা। 

No comments:

Post a Comment

নিস্তব্ধতা

নিস্তব্ধতা ভীষণ স্পষ্ট হলে  ঝড়তে থাকা রক্তবিন্দুগুলো তুমি হয়ে যাও একের পর এক প্রহসন  ক্লাইমেক্সে সেই জোকারটা হাসতে থাকে শুধু হাসতে কিন্তু কে...