Wednesday, March 26, 2014

rishi026@gmail.com

সহবাস
,,,,,,,,,, ঋষি

আমার কবিতার চোখে আজ ঘুম নেই
ঘুম নেই আমার হৃদয়ের স্তব্ধতার।
যার জন্য আমি বাউলে প্রেমিক
যে প্রেমের সন্ধানে আমি পাগলপারা
তার খোঁজে আজ তুলকালাম হৃদয়ের।

হৃদয়ের বাসি ঘুম মাখানো চোখে
এক তৃষ্ণা।
কবির কন্ঠে লেগে আছে বিষের স্পর্শ
স্পর্শ একমুহুর্তের চোখের দেখার নগ্নতার
শিরশিরে শরীরের লেগে  থাকা নগ্ন বুকের মগ্নতা।

আসলে প্রেম এমনি হয়
পাথর খুঁড়ে রাত্রির সহবাস আর কবিতা।
এক নিশ্বাসে আওড়ানো ওই লাইনগুলো
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
আমার স্বপ্নের নারীর কবিতা।

এই কবিতা আজ আসলো না
 খামচে ধরলো না লোমশ বুকের মাঝের প্রেমটুকু।
দিল না আমায় তার নগ্ন উরুর স্পর্শ
হলো না আমার পাগলামির শেষ শান্তি
তাইতো  আজ আর আমার চোখে ঘুম নেই।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...