Saturday, March 15, 2014

RISHI026@GMAIL.COM

আনন্দের রঙ
.......... ঋষি

চারদিকে শুধু লাল ,নীল ,সবুজ
কত রং ,
কোনটা প্রেমের ,কোনটা স্বপ্নের ,কোনটা যাতনার
কোনটা বা জীবিত ,কোনোটা অন্ধকারের।
রং গুলো সব প্রিয় আমার
ভীষণ প্রিয় সব ক্ষনিকের স্পর্শগুলো ,
ভীষণ প্রিয় কারণ ক্ষতি নেই যে।

কিন্তু আমিও ভয় পাই জানেন
মানুষের মুখের আড়ালে মুখোশের রঙে।
কখন যে নেমে আসে উদ্ধত ছুরি এই বুকে
বোঝা যায় না ,বোঝা যায় না
মুখোশের রঙের আড়ালে লুকোনো মুখগুলো।
সাধারণ চোখে যখন সাধারণ ব্যস্ততা
দৈন্দন্দিন কাজের ফাঁকে লুকোনো গঞ্জনা
আমার ভয় করে।

কিন্তু আজকের দিনটা তো রঙিন
ভীষণ রঙিন সব  হাসিমুখগুলো।
চলুন আমরাও আজ রঙিন হয় রঙের সাথে
আমরাও সব মুছতে থাকি মুখোশের রংগুলো।
ও রঙে আনন্দ নেই শুধু সর্বনাশ
চলুন আমরাও মেতে উঠি আনন্দের সাথে রঙিন হয়ে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...